Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বরিশাল আঞ্চলিক তথ্য অফিস তথ্য অধিদফতরের (Press Information Department) অধীন একটি অফিস। গণমাধ্যমকর্মীদের কাছে অফিসটি PID নামেই বেশি পরিচিত। এটি সরাসরি তথ্য অধিদফতর নিয়ন্ত্রণ করে থাকে।  ২০২১ সালের ৩ জানুয়ারি উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালের যোগদানের মাধ্যমে এ অফিসের কার্যক্রম শুরু হয়। এ অফিসের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদ রয়েছে ১৭ টি। অফিস প্রধানের পদবী হচ্ছে উপ-প্রধান তথ্য অফিসার। পদটি পরিচালক পদমর্যাদার। এছাড়াও তথ্য ক্যাডারের আরও ৪টি ও ১০ম গ্রেডের ৩টি  পদ রয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের পদ রয়েছে ৯টি।  নতুন অফিস হিসেবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বল্প পরিসরে অফিসের কার্যক্রম শুরু করা হয়। ২০২৩-২৪ অর্থ বছর থেকে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে।