বরিশাল আঞ্চলিক তথ্য অফিস তথ্য অধিদফতরের (Press Information Department) অধীন একটি অফিস। গণমাধ্যমকর্মীদের কাছে অফিসটি PID নামেই বেশি পরিচিত। এটি সরাসরি তথ্য অধিদফতর নিয়ন্ত্রণ করে থাকে। ২০২১ সালের ৩ জানুয়ারি উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালের যোগদানের মাধ্যমে এ অফিসের কার্যক্রম শুরু হয়। এ অফিসের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদ রয়েছে ১৭ টি। অফিস প্রধানের পদবী হচ্ছে উপ-প্রধান তথ্য অফিসার। পদটি পরিচালক পদমর্যাদার। এছাড়াও তথ্য ক্যাডারের আরও ৪টি ও ১০ম গ্রেডের ৩টি পদ রয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের পদ রয়েছে ৯টি। নতুন অফিস হিসেবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বল্প পরিসরে অফিসের কার্যক্রম শুরু করা হয়। ২০২৩-২৪ অর্থ বছর থেকে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস